উত্তর: প্রফিডেন্ট ফান্ডে যত টাকা জমা দেওয়া হয়েছে এবং সরকার যা দিয়েছে তা গ্রহণ করা জায়েয। আর জমানো টাকার উপর দেওয়া অতিরিক্ত অংশ সম্পূর্ণরূপে সূদ। সরকারিভাবে ৫% প্রফিডেন্ট ফান্ডে জমা রাখা বাধ্যতামূলক। সুতরাং যত পার্সেন্ট ফান্ডে জমা রাখা হয়েছে ও সরকার থেকে দেওয়া হয়েছে তা হিসাব করে বের করে অতিরিক্ত যা দেওয়া হয়েছে সম্পূর্ণটাই সূদ বলে বিবেচিত হবে। আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ঋণ মুনাফা টেনে আনে, তা সূদ’ (আল-ইমা‘, হা/৪৪১১)। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)।
প্রশ্নকারী : রুবেল রানা
গাংনী, মেহেরপুর।