কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): মসজিদের ভিতর দাঁড়িয়ে আযান দেওয়া যাবে কি?

উত্তর: আযানের ব্যাপারে যতগুলো হাদীছ বর্ণিত হয়েছে, সবগুলো হাদীছকে বিশ্লেষণ করলে যে বিষয়টি স্পষ্ট হয় তা হলো, আযানের মূল উদ্দেশ্য হলো মানুষদের কাছে আহ্বান পৌঁছানো। বনূ নাজ্জারের এক মহিলা সূত্রে বর্ণিত, তিনি বলেন, (নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর) মসজিদের নিকটবর্তী আমার ঘরটিই সবচেয়ে উঁচু ছিল। বেলাল রাযিয়াল্লাহু আনহু সেই ঘরের ছাদে উঠে ফজরের আযান দিতেন (আবূ দাঊদ, হা/৫১৯)। অন্য হাদীছে বর্ণিত হয়েছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন যায়েদ রাযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, ‘তুমি উঠো, বেলালকে সাথে নিয়ে গিয়ে তুমি স্বপ্নে যা দেখেছ তা তাকে শিখিয়ে দাও, যেন সে (ঐভাবে) আযান দেয়। কারণ তার কণ্ঠস্বর তোমার কণ্ঠস্বরের চেয়ে উঁচু’ (আবূ দাঊদ, হা/৪৯৯)। উপরিউক্ত হাদীছদ্বয়ে আযানের ব্যাপারে উঁচু স্থান ও উঁচু আওয়াজের কথা বর্ণিত হয়েছে, কেননা দুটির মাধ্যমে মানুষদের কাছে পৌঁছানো সম্ভব। বর্তমান সময়ে মসজিদের ভিতরে মাইকে আযান দেওয়ার মাধ্যমে মূল উদ্দেশ্য অর্জিত হয়। সুতরাং এটি শরীআত পরিপন্থী কোনো বিষয় বলে পরিগণিত হবে না। তবে মাইকে হলেও মসজিদের বাইরে আযান দেওয়া উত্তম।

প্রশ্নকারী : হানিফ বিন রমিজ

চট্টগ্রাম।

Magazine