কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): অনলাইনে আরবী ভাষা ও ব্যাকরণে যে কোর্স করানো হয় এগুলো পুরুষ শিক্ষকগণ করায়। এই কোর্সগুলো কি মহিলারা করতে পারবে?

উত্তর: পর্দা মেনে মহিলারা পুরুষ শিক্ষকের নিকট পড়াশোনা করতে পারবে। কেননা এক মহিলা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে তাদের জন্য একটি দিন নির্ধারিত করার আবেদন করেছিল, যাতে করে তারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট থেকে দ্বীন শিখতে পারে, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিন নির্ধারণ করেছিলেন (ছহীহ বুখারী, হা/৭৩১০)। তবে অনলাইন কোর্সের ক্ষেত্রে লাইভ কোর্স হলে সেখানে যথাযথ পর্দা মেনে, সম্ভব হলে ক্যামেরা বন্ধ করে, একাধিক জনের সাথে পড়াশোনা করতে পারবে। আর রেকর্ডেড ক্লাস হলে সেখান থেকে শিখতে কোনো বাধা নেই। তবে সবগুলোর ক্ষেত্রে ফেতনার আশঙ্কা থেকে মুক্ত থাকা জরুরী। যদি ফেতনার আশঙ্কা থাকে, তাহলে এভাবে পুরুষ শিক্ষকের কাছে জ্ঞানার্জন করা যাবে না। আল্লাহ তাআলা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণের সম্পর্কে ছাহাবীগণকে বলেন, ‘তোমরা নবী পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্ৰ’ (আল-আহযাব, ৩৩/৫৩)।

প্রশ্নকারী : ছাবিয়া

বগুড়া।


Magazine