উত্তর: সূদ দেওয়া, সূদ নেওয়া ও সূদের কারবারে কোনো সহযোগিতা সবই হারাম। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহীতা, সুদদাতা, এর লেখক এবং তার দুই সাক্ষী সকলের ওপর ওপর লা‘নত করেছেন এবং বলেছেন, এরা সবাই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। আর জেনেশুনে তাদের নিকট প্রিন্টারের টোনার সাপ্লাই দিলে তাতে তাদের সূদের কারবারিকে সহযোগিতা করা হবে, যা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেকী ও তাক্বওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালংঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।
প্রশ্নকারী : মনির হোসাইন
ঢাকা।