কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০): কুরআন মাজীদের তিলাওয়াত মোবাইল দিয়ে শুনলে কোনো নেকী হবে কি?

উত্তর: মুখে হোক বা যন্ত্রের মাধ্যমে হোক নেকীর আশায় মনোযোগ সহকারে কুরআন শুনলে নেকী পাবে। আল্লাহ তাআলা কুরআন শ্রবণ করার আদেশ করেছেন। তিনি বলেন, ‘যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়’ (আল-আ‘রাফ, ৭/২০৪)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলাম। তিনি বললেন, ‘আমাকে কুরআন পড়ে শুনাও’। আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার উপর কি কুরআন নাযিল হয়নি এবং আপনার থেকেই কি আমরা তা শিখিনি? রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ। কিন্তু আমি অন্যের কাছ থেকে শুনতে পছন্দ করি’ (মুসনাদে আহমাদ, হা/৩৫৫০)।

প্রশ্নকারী: মো. জহির

সীতাকুণ্ড, চট্টগ্রাম।

Magazine