উত্তর : বিনা প্রয়োজনে এধরনের ছবি তুলে রাখা যাবে না। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে ছবি-মূর্তি অঙ্কনকারীর সবচেয়ে কঠিন শাস্তি হবে’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক ছবি অঙ্কনকারী বা প্রস্তুতকারী জাহান্নামের অধিবাসী হবে। তার প্রস্তুতকৃত প্রতিটি ছবিকে জীবন দেওয়া হবে, সে সময় জাহান্নামে তাকে ঐগুলো শাস্তি দিতে থাকবে’ (ছহীহ বুখারী, হা/২২২৫, ৫৯৬৩; ছহীহ মুসলিম, হা/২১১০)। সুতরাং অ্যালবামে ছবি তুলে সংরক্ষণ করে রাখা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী: রোকসানা আফরিন
সখীপুর, টাঙ্গাইল।