কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : জনৈক আলেম অযূ করার পরে দুই রাকাআত ছালাত আদায় করার কথা বলেন। এখন আমার প্রশ্ন হলো, অযূ করার পরে দুই রাকআত ছালাত আদায়ের বিশেষ কোনো ফযীলত আছে কি?

উত্তরহ্যাঁ, অযূ করার পরে দুই রাকআত ছালাত আদায়ের বিশেষ ফযীলত রয়েছে। উছমান রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অযূর পদ্ধতি শিক্ষা দেয়ার পরে বললেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমনভাবে অযূ করতে দেখেছি। আর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার মতো এ রকম অযূ করবে, অতঃপর দুই রাকআত ছালাত আদায় করবে, যাতে নিজে নিজে কোনো কথা বলবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/১৫৯; ছহীহ মুসলিম, হা/২২৬)।

প্রশ্নকারী : এমদাদুল হক

খুলনা।


Magazine