উত্তর: হ্যাঁ, অযূ করার পরে দুই রাকআত ছালাত আদায়ের বিশেষ ফযীলত রয়েছে। উছমান রযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অযূর পদ্ধতি শিক্ষা দেয়ার পরে বললেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এমনভাবে অযূ করতে দেখেছি। আর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আমার মতো এ রকম অযূ করবে, অতঃপর দুই রাকআত ছালাত আদায় করবে, যাতে নিজে নিজে কোনো কথা বলবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেয়া হবে’ (ছহীহ বুখারী, হা/১৫৯; ছহীহ মুসলিম, হা/২২৬)।
প্রশ্নকারী : এমদাদুল হক
খুলনা।