উত্তর: সহশিক্ষা ও পর্দাহীন পরিবেশে চাকরি করা ও অর্থ উপার্জন করা থেকে বিরত থাকতে হবে। সহশিক্ষা প্রতিষ্ঠান যদি এমন হয়, যেখানে ইসলামী শরীআত পরিপন্থী কার্যক্রম হয়। যেমন- নারী-পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা বা উদ্ভট পোশাকে চলা, ফেতনার আশঙ্কা স্পষ্ট অথবা নিজে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে সেখানে চাকরি করা নাজায়েয। মহান আল্লাহ বলেন, ‘মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সংরক্ষণ করে’ (আন-নূর, ২৪/৩০)। আর সরাসরি বা পরোক্ষভাবে হারাম কোনো কাজে সহায়তা করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরের সহযোগিতা করো না… (আল-মায়েদা, ৫/২)। তাই এমন প্রতিষ্ঠানে অর্থ উপার্জন করা থেকে বিরত থাকতে হবে।
ইমতিয়াজ
মুগদা মদিনাবাগ, ঢাকা।