উত্তর: উপার্জন করার জন্য শর্ত হলো তা হালাল পন্থায় হওয়া। আর আপনি যে পন্থায় উপার্জন করছেন তার ভিতরে স্পষ্ট ধোঁকা রয়েছে। যেমন: (১) নিজের নাম গোপন রাখা (২) নিজের দেশ ব্যতিরেকে অন্য দেশের লোকেশন দেওয়া। (৩) মিথ্যা তথ্য উপস্থাপন করা ইত্যাদি। যা ইসলামে হারাম। আর এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাদের ধোঁকা দিবে সে আমাদের দলভূক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৪)। এছাড়াও তিনি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ধোঁকা দিতে সর্ম্পূণভাবে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫১৩; আবূ দাউদ, হা/৩৩৭৬)। উক্ত হাদীছদ্বয় দ্বারা প্রমাণিত হয় যে, ধোঁকাপূর্ণ উপার্জন বৈধ নয়। তাই আপনার উচিত হবে ধোঁকাপূর্ণ উপার্জন পরিহার করে সৎ পন্থায় উপার্জন করার চেষ্টা করা।
প্রশ্নকারী : আব্দুল মালেক
কিশোরগঞ্জ, নীলফামারী।