উত্তর : মৃত ব্যক্তি যদি অছিয়ত করে যায় বা মানত করে যায় তাহলে তার পক্ষ হতে হজ্জ করা যাবে। আর যদি কোনো কিছু বলে না যায়, তাহলে তার পক্ষ থেকে হজ্জ করার প্রয়োজন নেই। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জুহায়না গোত্রের জনৈক মহিলা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, আমার আম্মা হজ্জের মানত করেছিলেন। তবে তিনি হজ্জ আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তার পক্ষ হতে হজ্জ করতে পারি? আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পক্ষ হতে তুমি হাজ্জ আদায় করো। তুমি এ ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তাহলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক্ব আদায় করে দাও। কেননা আল্লাহর হক্বই সবচেয়ে বেশি আদায়যোগ্য (ছহীহ বুখারী, হা/১৮৫২)। উল্লেখ্য যে, কুরবানী হজ্জের বিধানসমূহের একটি গুরুত্বপূর্ণ বিধান। সুতরাং যখন মৃত ব্যক্তির নামে হজ্জ করা হবে তখন কুরবানীও তার অন্তর্ভুক্ত হবে।
-জুয়েল বিন মনিরুল ইসলাম