কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : দেহবাদী আক্বীদা কী? আহলেহাদীছ কি দেহবাদী আক্বীদায় বিশ্বাস করে?

উত্তর : দেহবাদী আক্বীদা হলো, সৃষ্টির মতো আল্লাহ তাআলার দেহ সাবস্ত করা। যেমন মানুষের হাতের মতো আল্লাহর হাত, পায়ের মতো তার পা। যারা এ আক্বীদায় বিশ্বাসী তাদের বলা হয়ে মুজাসসিমা। আক্বীদা সম্পর্কে বিভ্রান্ত দলগুলোর মাঝে একটি হলো মুজাসসিমা। সালাফীদের আক্বীদা হলো আল্লাহর সিফাত সাব্যস্ত করা ও তার সাথে কোনো কিছুর তুলনা না দেওয়া। সালাফীগণ বিশ্বাস করেন আল্লাহর হাত আছে, পা আছে, তিনি দেখেন, শোনেন। কিন্তু কোনো কিছুই তার সৃষ্টির মতো নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তার মতো কিছুই নেই, তিনি হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা’ (আশ-শুরা, ৪২/১১) নুআঈম আল-খোযায়ী বলেন, যে ব্যক্তি আল্লাহকে সৃষ্টির সঙ্গে সাদৃশ্য দিল সে কুফরী করল এবং আল্লাহ যে গুণাবলি তার নিজের সম্পর্কে বলেছেন এগুলো যে অস্বীকার করল সেও কুফরী করল (মাজমাআ ফাতওয়া লি বিন বায, ৫/১৯৬)।

প্রশ্নকারী : আহমাদ আলী

-দুবাই।


Magazine