কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : আমি হানাফী ইমামের পিছনে ছালাত পড়ি। কখনো কখনো ইমামের সাহু সিজদার প্রয়োজন হয়। এমতাবস্থায় ইমামের সাথে সুন্নাহ পরিপন্থি পদ্ধতিতে সাহু সিজদা দিব না-কি একা একা সুন্নাহ পদ্ধতিতে সাহু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে নিব?

উত্তর : এ অবস্থায় ইমামের সাথেই থাকতে হবে। কেননা ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৭৩৪; আবূ দাউদ, হা/৬০৫; মিশকাত, হা/৮৫৭)। সুতরাং ইমামের পূর্বে কোনো কাজ করা বৈধ নয়। এতে কোনো ক্ষতি হলে তা ইমামের উপর বর্তাবে। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ ‘তারা তোমাদের ইমামতি করে। যদি তারা সঠিকভাবে আদায় করে তাহলে তার ছওয়াব তোমরা পাবে। আর যদি তারা ত্রুটি করে, তাহলে তোমাদের জন্য ছওয়াব রয়েছে, আর ত্রুটি তাদের (ইমামের) উপরই বর্তাবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)।

প্রশ্নকারী :  এবাদুল হক হাওলাদার

গোপালগঞ্জ।


Magazine