উত্তর: গারে হেরা, গারে ছওর বা জাবালে রহমতে অথবা হজ্জ পালনের কোনো স্থানে গিয়ে বিভিন্ন সময়ে ছালাত আদায় করা বা দু‘আ করা বিদআত। ‘জাবালে রহমতে’ উঠা বা সেখানে উঠে দু‘আ করার আলাদা কোনো ফযীলত কুরআন-হাদীছে নেই। বরং আরাফার যেকোনো স্থান হতে কিবলামুখী হয়ে দু‘আ করতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আরাফার সম্পূর্ণ স্থানই অবস্থানস্থল’ (আবূ দাঊদ, হা/১৯৩৭)।
প্রশ্নকারী : আলালুদ্দীন
ঢাকা।
 
                             
                        
 
        
    