কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ফজরের পর কুরআন তেলাওয়াত করতে করতে সূর্য উঠার সময় বিরত থাকব, না-কি পড়ে যাব?

উত্তর : তিন সময় ছালাত আদায় করা নিষিদ্ধ- ১. সূর্য উদিত হওয়ার সময়, ২. সূর্য ডোবার সময় ৩. সূর্য সরাসরি মাথার উপর অবস্থান করার সময় (ছহীহ মুসলিম, হা/৮৩১; মিশকাত, হা/১০৪০)। তবে কুরআন তেলওয়াতের জন্য নিষিদ্ধ কোনো সময় নেই। কেননা নিষিদ্ধের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ মর্মে কোনো কিছুই বর্ণিত হয়নি। বরং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূর্য উদিত হওয়ার সময় কুরআন তেলাওয়াতের পক্ষে আমল প্রমাণিত হয়েছে। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জামা’আতের সাথে ফজরের ছালাত আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর যিকির করবে এবং এরপর দুই রাকা’আত ছালাত আদায় করবে, তার জন্য একটি হজ্জ ও উমরা পালনের ছওয়াব হবে। আনাস রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঐ ব্যক্তির জন্য হজ্জ ও উমরার পরিপূর্ণ ছওয়াব হবে, পরিপূর্ণ ছওয়াব হবে, পরিপূর্ণ ছওয়াব হবে’ (তিরমিযী, হা/৫৮৬; মিশকাত, হা/৯৭১)।

প্রশ্নকারী : নিয়ামুল হাসান

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine