উত্তর: স্বর্ণের বিনিময়ে স্বর্ণ কিংবা রৌপ্যের বিনিময়ে রৌপ্য কমবেশিতে ক্রয়-বিক্রয় করা সূদ। আবূ বাকরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সোনার বিনিময়ে সোনা সমান সমান ছাড়া বিক্রয় করো না। রূপার বিনিময়ে রূপা সমান সমান ছাড়া বিক্রি করো না। আর রূপার বিনিময়ে সোনা এবং সোনার বিনিময়ে রূপা যেভাবে ইচ্ছে, কেনাবেচা করতে পার’ (ছহীহ বুখারী, হা/২১৮২)। স্বর্ণ-রৌপ্যের স্থলাভিষিক্ত কোনো বস্তু যেমন টাকা-পয়সা কমবেশিতে বিনিময় করা সূদ। গিফট ভাউচার বা উপহার কার্ড মূলত মুদ্রার বিনিময়ে মুদ্রা কমবেশিতে ক্রয়-বিক্রয় করা। তাই গিফট ভাউচার বা উপহার কার্ড কমবেশিতে ক্রয়-বিক্রয় করা যাবে না। তবে কারো কাছে নিছাব পরিমাণ সম্পদ থাকলে তা হালাল হোক কিংবা হারাম হোক তাতে যাকাত দেওয়া ওয়াজিব হয়। তদ্রূপ গিফট ভাউচার যদি কেউ কিনে রাখে আর তা অন্যান্য সম্পদের সাথে মিলে নিছাব পরিমাণ হয়, তবে তাতে যাকাত দেওয়া আবশ্যক।
প্রশ্নকার : আফসার আলি মণ্ডল
জেটে, হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।