কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : পুরাতন, জীর্ণ-শীর্ণ, পড়ার অনুপযোগী কুরআন কী করতে হবে?

উত্তর : কুরআন মাজীদের কপি পুরাতন হয়ে গেলে মেরামত করে পড়ার উপযোগী করা সম্ভব হলে সেটাই করা ভালো। আল্লাহ বলেন, ‘আর যে আল্লাহর নিদর্শনের সম্মান করে, তা মূলত তার অন্তরের তাক্বওয়ার পরিচায়ক’ (আল-হাজ্জ, ২২/৩২)। আর যদি মেরামত করে পাঠ উপযোগী করা সম্ভব না হয়, তাহলে রাস্তাঘাট কিংবা ডাস্টবিনে না ফেলে পুড়িয়ে দিয়ে বিনষ্ট করতে হবে। উছমান রযিয়াল্লাহু আনহু তার শাসনামলে কুরআন একত্রিত করার পর ভিন্ন ক্বিরাআতের কপিগুলো পুড়িয়ে ফেলার আদেশ দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৪৯৮৭; মিশকাত, হা/২২২১)।

প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম 

পত্নীতলা, নওগাঁ।


Magazine