উত্তর: যৌতুক নেওয়া হলো মেয়ে পক্ষের ওপর যুলম। এতে বান্দাহর হক নষ্ট হয়। এখান থেকে তাওবার উপায় হলো, মেয়ে পক্ষ থেকে যে যৌতুক নেওয়া হয়েছে, তা অবশ্যই ফিরিয়ে দিতে হবে এবং এই কাজের জন্য আল্লাহর নিকট তাওবা করতে হবে (যাদুল মাআদ, ৫/৬৯০)। আর গেমের মাধ্যমে যেই টাকা ইনকাম হয়েছে, সেক্ষেত্রে কর্তব্য হলো, হারাম জানার পরে সেই কাজ বর্জন করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হারাম জানার পরে সেই কাজ বর্জন করলে অর্জিত টাকার বিষয়ে কোনো দায়ভার থাকবে না। কেননা, আল্লাহ তাআলা বলেন, অতএব যার নিকট তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পরে সে বিরত হলো, তাহলে অতীতে যা হয়েছে তা তারই (আল-বাকারা, ২/২৭৫)। ফলে, অবশিষ্ট এই অর্থ দিয়ে কৃষি কাজে লাগানোতে অথবা হালাল ব্যবসা করাতে শরীয়তে কোনো বাধা নেই।
প্রশ্নকারী : মো. লুলু
নীলফামারী।