উত্তর: ইহরাম অবস্থাতে শিকার করলে তাকে কাফফারা দিতে হবে। সেই কাফফারা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ ইচ্ছে করে সেটাকে হত্যা করলে যা সে হত্যা করল তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু, যার ফায়ছালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়বান লোক, কা'বাতে পাঠানো হাদঈরূপে। বা সেটার কাফফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমান সংখ্যক ছিয়াম পালন করা, যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন। কেউ তা আবারো করলে আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী ( আল মায়িদা, ৫/৯৫)।
প্রশ্নকারী : রাশেদ আল মাগমূদ
গাজীপুর।