কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): কারো নাম আব্দুল আলী রাখা যাবে?

উত্তর: আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো আলী বা সুউচ্চ (আল-বাকারা, ২/২৫৫; সাবা, ৩৪/২৩)। এই নামের দিকে সম্পৃক্ত করে কারো নাম আব্দুল আলী রাখাতে শরীআতে কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি আলী রাযিয়াল্লাহু আনহু-এর দিকে সম্পৃক্ত করে আব্দুল আলী নাম রাখে, তাহলে তা জায়েয হবে না; বরং তা শিরক বলে গণ্য হবে।

প্রশ্নকারী : আব্দুল আলী

তানোর, রাজশাহী।


Magazine