কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : মানতকারী কি তার মানতকৃত পশুর গোশত খেতে পারবে?

উত্তর : মানতকৃত পশুর গোশত খাওয়া ও না খাওয়ার বিষয়টি তার নিয়তের উপরে নির্ভরশীল। কেননা মানত যেভাবে করা হয়, সেভাবেই পূর্ণ করতে হয়। যদি ফকীর-মিসকীনকে খাওয়ানোর নিয়ত করে থাকে তাহলে সে এবং তার পরিবারের কেউ খেতে পারবে না। আর যদি এরূপ নিয়ত না করে থাকে তাহলে সকলেই খেতে পারবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিয়তের উপরই সমস্ত কাজ নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়ত করে’ (ছহীহুল বুখারী, হা/১)।

প্রশ্নকারী : পারভেজ ইসলাম

বগুড়া।

Magazine