কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : অনেকেই ফরয ছালাত শেষে আয়াতুল কুরসী পাঠ করে বুকে ফুক দেয়। এটি কি শরীয়তসম্মত?

উত্তর ফরয ছালাতের পর আয়াতুল কুরসী পড়া শেষে বুকে ফুঁক দেওয়া শরীআতসম্মত নয়। এর পক্ষে কোনো দলীল পাওয়া যায় না। তবে ফরয ছালাতের পর আয়াতুল কুরসী পড়া অত্যন্ত ফযীলতপূর্ণ কাজ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরয ছালাতের পর আয়াতুল কুরসী পড়বে, তাকে মৃত্যু ব্যতীত কোনো কিছু জান্নাতে প্রবেশ করতে বাধা দিতে পারবে না’ (নাসাঈ, আল-কুবরা, হা/৯৯২৮; সিলসিলা ছহীহাহ, হা/৯৭২)। তবে ঘুমানোর পূর্বে নাস, ফালাক ও ইখলাস পড়ে হাতে হালকা থুথু করে সমগ্র শরীরে মাসাহ করা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ (ছহীহ বুখারী, হা/৫০১৭)।

প্রশ্নকারী : তৈমুর রহমান

গাজীপুর।


Magazine