উত্তর: না, মনে মনে তালাক দিলে তালাক হবে না। তালাকের জন্য নির্দিষ্ট শব্দ বা সমর্থক শব্দ মুখে উল্লেখ করা জরুরী। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন ঐ ত্রুটি যা আমার উম্মত অন্তরে বলে, যতক্ষণ তা বাস্তবে না করে অথবা মুখে না বলে’ (ছহীহ বুখারী, হা/২৫২৮; ছহীহ মুসলিম, হা/২০১)।
প্রশ্নকারী: মো. নাজমুল হক
বোয়ালমারী, ফরিদপুর।