কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : আমি একজন মুসলিম ঘরের সন্তান। আমি এক হিন্দু মেয়েকে বিবাহ করে ইসলামের পথে আনতে চাই। সেক্ষেত্র আমি কি হিন্দু মেয়েকে বিবাহ করতে পারব?

উত্তর : একজন মুসলিম পুরুষ একজন অমুসলিম মেয়েকে বিবাহ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ‘মুশরিকা নারীরা ঈমান না আনা পর্যন্ত তোমরা তাদেরকে বিবাহ করো না। মূলত, মুমিন ক্রীতদাসী মুশরিকা নারী হতে উত্তম। ওদেরকে তোমাদের যতই ভালো লাগুক না কেন (আল-বাক্বারা, ২/২২১)। তবে যদি অমুসলিম মেয়ে মুসলিম হয়ে যায়, তাহলে তাকে বিবাহ করতে পারবে।

প্রশ্নকারী :  রুবায়েত হাসান

চারঘাট, রাজশাহী।


Magazine