কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : চার রাকআত বিশিষ্ট ছালাতে ইমাম প্রথম বৈঠক না করে তৃতীয় রাকআতে দাঁড়িয়ে যায়। এমতাবস্থায় ইমাম তৃতীয় রাকআত পড়ে বৈঠক করবে, না-কি চার রাকআত পড়ে শেষে সহো সিজদা দিবে?

উত্তর : চার রাকআত বিশিষ্ট ছালাতে প্রথম বৈঠক না করেই যদি ইমাম দাড়িয়ে যায়, তাহলে ছালাত পূর্ণ করে নিতে হবে এবং সালাম ফিরানোর আগে দুটি সহো সিজদা দিতে হবে। আব্দুল্লাহ ইবনু বুহাইনাহ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে নিয়ে যোহরের ছালাত আদায় করলেন। তিনি প্রথমে দুই রাকআত আদায়ের পর (প্রথম বৈঠকে) না বসে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীগণও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ছালাতের শেষদিকে মুক্তাদীগণ সালামের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাবস্থায় তাকবীর দিলেন এবং সালাম ফিরানোর পূর্বে দুইটি সিজদা করলেন, এরপর সালাম ফিরালেন (ছহীহ বুখারী, হা/৮২৯, ছহীহ মুসলিম, হা/৫৭০)।

প্রশ্নকারী : আব্দুস সামাদ

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine