কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : যাকাত ও আধুনিক কর ব্যবস্থার মধ্যে পার্থক্য কী? বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় প্রত্যেক নাগরিক সরকারকে আয়কর দিচ্ছেন, তাহলে মুসলমানদেরকে পৃথকভাবে যাকাত আদায়ের প্রয়োজন আছে কি?

উত্তর : অবশ্যই প্রয়োজন আছে। কারণ এতদুভয়ের মধ্যে সামান্যতম কোন মিল নেই। যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি এবং ফরয ইবাদত, যা ব্যয়ের খাতও আল্লাহ কতৃর্ক নির্ধারিত। পক্ষান্তরে আয়কর রাষ্ট্রীয় ব্যাপার এবং রাষ্ট্রীয় প্রয়োজনে তা ব্যয় করা হয় (দ্রষ্টব্য: ফাতাওয়াল লাজনাহ আদ-দায়েমাহ ৯/২৮৫ পৃঃ)।

 প্রশ্নকারী : জুয়েল রানা

দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।


Magazine