উত্তর : কোনো মেয়ে তার দাদা, দাদি অথবা নানা, নানির ভাইদের সাথে দেখা করতে পারবে। কুরআনে এসেছে, ‘তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, দুধমা, দুধবোন, শাশুড়ী ও তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সংগত হয়েছ তার আগের স্বামীর ঔরসে তার গর্ভজাত মেয়ে, যারা তোমাদের অভিভাবকত্বে আছে, তবে যদি তাদের সাথে সংগত না হয়ে থাক, তাতে তোমাদের কোনো অপরাধ নেই। আর তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত ছেলের স্ত্রী ও দুই বোনকে একত্র করা, আগে যা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু (আন-নিসা, ৪/২৩)। এমন মেয়ে তার দাদা, দাদি অথবা নানা, নানির ভাইদের ক্ষেত্রে ভাইয়ের মেয়ের অন্তর্ভুক্ত। তাই তাদের সাথে দেখা করাতে কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে, অবশ্যই এই ভাই আপন বা বৈপিত্রেয় বা বৈমাত্রেয় হবে।
প্রশ্নকারী : আবূল কাশেম, জামালপুর।