উত্তর: নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাষ্যমতে রামাযানে উমরা পালন করলে হজ্জের সমান নেকী হয়। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘রামাযানে উমরা পালন করা হজ্জের সমতুল্য’ (মুসনাদে আহামদ, হা/২৮০৯; ইবনু মাজাহ, হা/২৯৯৪; মিশকাত, হা/২৫০৯)। তবে হাদীছটিতে শেষ দশ দিনকে নির্দিষ্ট করা হয়নি; বরং পুরো রামাযান মাসই উমরা পালন করা উত্তম।
প্রশ্নকারী : ছিয়াম
কানসাট, চাপাইনবাবগঞ্জ।