কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): হারাম যে কোনো পোস্টে যেমন- বেপর্দা কোন মেয়ের ছবিতে কমেন্ট করা হারাম। কিন্তু যদি কেউ হারাম পোস্টে নছীহতমূলক কমেন্ট করে তাহলে এটা কি জায়েয হবে?

উত্তর: এমন পোস্টে নছীহামূলক কিছু কমেন্ট করা বা ব্যক্তিগতভাবে গোপনে তাকে কিছু বলাতে কোনো সমস্যা নেই, বরং বলাই উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে এমন একটা দল থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায়ের আদেশ ও অন্যায় থেকে নিষেধ করবে। তারাই হবে সফলকাম’ (আলে ইমরান, ৩/১০৪)। হুযায়ফা রযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সেই সত্তার কসম, যাঁর হাতে আমার আত্মা রয়েছে! অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজের নিষেধ করবে নইলে অচিরেই আল্লাহ তাঁর পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন, তখন তোমরা তাঁর নিকট প্রার্থনা করবে, কিন্তু আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করবেন না’ (সুনানে তিরমিযী, হা/২১৬৯)। আবূ বকর ছিদ্দীক রযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যখন কোনো সম্প্রদায় শরীআত বিরোধী কোনো কাজ দেখবে এবং তা হতে বাধা প্রদান করবে না, তখন আল্লাহ তাদের সকলকে শাস্তি প্রদান করেন’ (ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/২৩১৬)।

প্রশ্নকারী : ফাতেমা যাহরা

লালবাগ, ঢাকা।


Magazine