উত্তর : সুবিধামতো যেকোন স্থানে বিবাহ পড়ানো যায়। এতে শারঈ কোনো বাধা-নিষেধ নেই। তবে বিবাহ পড়ানোর জন্য ‘বাড়ির চেয়ে মসজিদ উত্তম’ মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা নিতান্তই যঈফ (তিরমিযী, হা/১০৮৯; সিলসিলা যঈফা, হা/৯৭৮)। সাথে সাথে ‘বিবাহ মসজিদে পড়াতে হবে’ মর্মে সমাজে যে কথা ও আমলের প্রচলন রয়েছে তাও ভিত্তিহীন (লিক্বাউল বাব, ১৬৭ পৃ. প্রশ্ন নং ১২)।
প্রশ্নকারী : জুয়েল বিন মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।