উত্তর : যাবে না। লোগো তৈরীতে বা যেকোনো ডিজাইনের কাজে প্রাণীর ছবি ব্যবহার করা যাবে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। আমি আমার ছোট আলমারি আমার মূর্তির ছবিযুক্ত বড় রঙ্গিন চাদর দ্বারা ঢেকে রেখেছিলাম। তিনি যখন তা দেখতে পান, তখন তিনি তা টেনে নামিয়ে ফেললেন; এমনকি তা ছিঁড়ে ফেললেন কিংবা টুকরা টুকরা করে ফেললেন। এবং তাঁর চেহারা রঙ্গিন হয়ে যায় আর বলেন, আয়েশা! ক্বিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে বেশি শাস্তিযোগ্য হবে সে সকল লোক যারা আল্লাহর সৃষ্টির সাথে সাদৃশ্য স্থাপন করে’ (ছহীহ মুসলিম, হা/২১০৭; নাসাঈ, হা/৫৩৩৭; মুসনাদে আহমাদ, হা/২৪১২৭)। আবূ ত্বালহা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ঐ গৃহে প্রবেশ করে না যাতে কুকুর এবং মূর্তির ছবি রয়েছে’ (ছহীহ বুখারী, হা/৩২২৫; ছহীহ মুসলিম, হা/২১০৬; মিশকাত, হা/৪৪৮৯)। তবে প্রাণীর ছবি ব্যতীত ফুল বা কোনো প্রাকৃতিক ছবি ব্যবহার করা যেতে পারে।
প্রশ্নকারী : মুহাম্মাদ আশরাফ
ফ্রান্স প্রবাসী।