কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): জনৈক ব্যক্তি আগে অমুসলিম ছিল, বর্তমানে সে পাগল। কিন্তু তাকে সালামদিলে সে উত্তর দেয়। তাহলে কি তাকে সালাম দেওয়া যাবে?

উত্তর : কোনো ব্যক্তি যদি মুসলিম থাকা অবস্থায় পাগল হয়ে যায় তাহলে তার ওপর মুসলিমের বিধান কার্যকর হবে। পক্ষান্তরে কোনো ব্যক্তি ইয়াহূদী বা খ্রিষ্টান থাকা অবস্থায় পাগল হয়ে যায়, তারপর সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে সেই ইসলাম গ্রহণ সঠিক হবে না, বরং তার ওপর ইয়াহূদী বা খ্রিষ্টানদের বিধানই কার্যকর হবে। অনুরূপভাবে কেউ কাফের থাকা অবস্থাতে পাগল হলে তার ওপর কাফেরের বিধানই কার্যকর হবে (মাজমূ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ১০/৪৩৬)। এর ওপর ভিত্তি করে প্রশ্নে উল্লিখিত ব্যক্তির ওপর অমুসলিমের বিধানই কার্যকর হবে। সুতরাং অমুসলিমকে যেমন সালাম দেওয়া যাবে না, ঠিক তেমনই এমন ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে না।

প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ

হড়গ্ৰাম, রাজশাহী


Magazine