উত্তর : কোনো লাইফ ইন্সুরেন্স সূদ মুক্ত নয়। তাই ইসলামী শরীয়তে লাইফ ইন্সুরেন্স বৈধ নয়। কেননা ইসলামে সরাসরি সূদী কারবার যেমন হারাম তদ্রূপ তার সাথে সংশ্লিষ্ট থাকাও হারাম। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, ‘সূদ গ্রহীতার উপর, সূদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান অপরাধী’ (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। সুতরাং যত দ্রুত সম্ভব লাইফ ইন্সুরেন্স থেকে বেরিয়ে আসতে হবে। লাইফ ইন্সুরেন্সে রাখা টাকা যদি নেসাব পরিমাণ হয় এবং তাতে পূর্ণ এক বছর অতিক্রম হয়ে থাকে তাহলে, মালিককে সূদ বাদে মূল অর্থের যাকাত প্রদান করতে হবে’ (আবূ দাউদ, হা/১৫৭৩; মিশকাত, হা/১৭৮৭)।
প্রশ্নকারী : এনামুল হক্ব
মাটুঈল, ঢাকা।