কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : জামাআতে ছালাতের ইক্বামত দেওয়ার সময় ইক্বামতের শব্দগুলো দুই দুই বার করে বলে। এমতাবস্থায় উক্ত জামাআত ছেড়ে একাকী ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : ইক্বামত এক বার করে বলাই উত্তম এবং এর প্রতি আমল করাই উচিত। কেননা এর পক্ষেই বেশি হাদীছ বর্ণিত হয়েছে। বরং আবূ মাহযূরা রাযিয়াল্লাহু আনহু ছাড়া যে সমস্ত ছাহাবী উক্ত মর্মে হাদীছ বর্ণনা করেছেন, তারা সকলেই একবারের কথা উল্লেখ করেছেন। তাছাড়া অনুধাবন করার বিষয় হলো, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিযুক্ত মুআয়াযযিন ছিলেন বেলাল রাযিয়াল্লাহু আনহু। আর তিনি তাকে এক বার করে ইক্বামত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। (ছহীহ বুখারী, হা/৬০৫, ৬০৬, ৬০৭; মিশকাত, হা/৬৪১)। তবে ‘ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ’ দুই বার ছিল’ (আবূ দাঊদ, হা/৫১০; মিশকাত, হা/৬৪৩)। তাহলে কোন আমলটি গ্রহণ করা উত্তম? উল্লেখ্য, ইক্বামতের শব্দগুলো এক বার করে বলা যাবে না বলে যে বর্ণনা প্রচলিত আছে, তা জাল (তাযকিরাতুল মাওযূআত, পৃ. ৩৫)। তবে প্রশ্নোল্লিখিত অবস্থায় উক্ত জামাআত ছেড়ে অন্যত্র ছালাতের জন্য যাওয়া ঠিক হবে না। বরং উক্ত জামাআতেই ছালাত আদায় করবে। কেননা ইক্বামতের শব্দগুলো জোড়া জোড়াও বলা যায়। এর পক্ষেও হাদীছ বর্ণিত হয়েছে। যেমন, আবূ মাহযূরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদীছ ইমাম আবূ দাঊদ বর্ণনা করেছেন, তাতে দুই বার করে ইক্বামতের কালেমা উল্লেখ রয়েছে (আবূ দাঊদ, হা/৫০১ ও ৫০২; নাসাঈ, হা/৬৩৩)। 

প্রশ্নকারী : নাজনীন পারভীন

জয়পুরহাট।


Magazine