উত্তর: হ্যাঁ, সাদা স্রাব বের হলে অযূ ভঙ্গ হবে। কেননা, পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই তাতে অযূ ভঙ্গ হবে। তবে কারো যদি প্রায় সময়ই সাদা স্রাব বের হতে থাকে, তাহলে তার জন্য প্রত্যেক সালাতের জন্য অযূ করে নিলেই যথেষ্ট হবে (আবূ দাউদ, হা/২৮৬, নাসাঈ, হা/২১৫)।
প্রশ্নকারী : মুনিরা
মীরপুর, ঢাকা।