কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : ‘আমাদের পাঠ’ বইয়ে বিভিন্ন মূর্তি ও হাতে আঁকা ছবি আছে, এক্ষেত্রে আমার করণীয় কী?

উত্তর: এমন বই গ্রহণ করা যাবে না। কেননা ছবি-মূর্তি শিরকের উৎস। আর শরীআতের দৃষ্টিতে মূর্তি বানানো এবং প্রাণির ছবি অঙ্কন করা সম্পূর্ণভাবে হারাম। এ মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্বিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে ছবি অঙ্কনকারীদের’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০)। অন্য হাদীছে এসেছে, ‘যে পৃথিবীতে কোনো ছবি অঙ্কন করবে তাকে ক্বিয়ামতের দিন তার রূহ দেওয়ার ব্যাপারে বাধ্য করা হবে’ (ছহীহ মুসলিম, হা/২১১০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ছবি হলো মাথা। অতএব যখন মাথা কেটে দেওয়া হয় তখন আর ছবি থাকে না’ (সুনানুল কুবরা, হা/১৪৯৭৪)। অতএব বই ডিজাইনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উচিত প্রাণির ছবিমুক্ত ভিন্ন ডিজাইনে অথবা মাথাবিহীন ছবি অঙ্কন করে বই ছাপানো। তবে নিরুপায় অবস্থার বিষয়টি ভিন্ন।

প্রশ্নকারী : রাতিন

ঢাকা।


Magazine