কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : অন্য মাসের চেয়ে রামাযান মাসে যাকাত বের করার কোনো গুরুত্ব ও ফযীলত আছে কি?

উত্তর : রামাযান মাসে যাকাত বের করা ভলো তবে নির্ধারিত সময়েই যাকাত দেওয়া উত্তম। যাকাতের কয়েকটি নিয়ম আছে। তা হলো, পুরো এক বছর অতিবাহিত হলেই যাকাত দেওয়া ফরজ। কিন্তু ফসলের ক্ষেত্রে ফসল তোলার দিন ওশর বের করতে হবে। রামাযানের সাথে তার কোন সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ফসলের হকসমূহ আদায় করো যেদিন ফসল কর্তন কর সেদিনই (আল আনআম, ৬/১৪১)। তবে নিসাব পরিমাণ সম্পদে বছর পূর্ণ  হওয়ার আগেও যাকাত দেওয়া যাবে। আলী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা আব্বাস রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগাম যাকাত দেওয়ার আবেদন করলে তিনি তাকে  এ ব্যাপারে অনুমতি দেন (তিরমিযী, হা/৬৭৮; আবূ দাঊদ, হা/১৬২৪; ইবনু মাজাহ, হা/১৮৯০)। রামাযান মাসে যাকাত আদায় করার ফযিলত: রমাযানে যাকাত বের করার বিশেষ কোন ফযিলত নেই। কেননা যাকাত একটি ফরয বিধান, যার জন্য সময় নির্ধারণ করা হয়েছে। সস্য ব্যতীত প্রতিটি সম্পদে এক বছর পুর্ণ হলে তাতে যাকাত দিতে হবে। অবশ্য যাকাত সময়ের আগেও দেওয়া যায়। কেউ যদি রহমত ও বরকতের আশায় রমাযানকে নির্ধারণ করে দুই এক মাস আগেই যাকাত প্রদান করে তাহলে তাতে কোন সমস্যা নেই। 

প্রশ্নকারী : আবু আব্দুল্লাহ

নাটোর।


Magazine