উত্তর : না; এই পথ অবলম্বন করা যাবে না। কেননা এমনটি করা সন্তান হত্যার শামিল। মৃত্যুর সময় পূর্ব নির্ধারিত যা আগে-পরে হবে না। বাচ্চা প্রসবের সময় মৃত্যুবরণকারিণী নারীকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হিসাবে ঘোষণা দিয়েছেন। জাবের ইবনু ‘আতীক রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর রাহে যুদ্ধ করে নিহত শহীদ ছাড়াও সাত ধরনের শাহীদ রয়েছে। ১. মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি, ২. পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি, ৩. যা-তুল জান্ব রোগে মারা যাওয়া ব্যক্তি, ৪. পেটের রোগে মারা যাওয়া ব্যক্তি, ৫. অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তি, ৬. কোনো প্রাচীর চাপা পড়ে মৃত ব্যক্তি এবং ৭. প্রসবকালে মৃত্যুবরণকারিণী মহিলা’ (নাসাঈ, হা/১৮৪৬; মিশকাত, হা/১৫৬১)।
প্রশ্নকারী : আব্দুর রহমান
মোল্লাহাট, বাগেরহাট।