কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : আমাদের জামে‘ মসজিদের ভিতরে একদিকে ‘আল্লাহ’ এবং অপরদিকে ‘মুহাম্মাদ’ লেখা আছে। এটার অপসারণ নিয়ে ইমাম ও কমিটির মধ্যে দ্বন্দ্ব হয়। এক পর্যায়ে তাদের চরম গোঁড়ামির কারণে ইমাম ইস্তফা দিয়ে চলে যায়। এখন ঐ মসজিদে ছালাত আদায় করা জায়েয হবে কি?

উত্তর : মসজিদ, মাদরাসা, গেট, বাস, ট্রাক, ব্যানার, ফেস্টুন, পোস্টার ইত্যাদির মধ্যে একপাশে ‘আল্লাহ’ ও অপরপাশে ‘মুহাম্মাদ’ লেখা জায়েয নয়। আরবীতে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ একসাথে লেখার কোন দলীল কুরআন ও হাদীছের কোথাও পাওয়া যায় না। পরবর্তীতে ইসলামের দুশমনরা মুসলিমদের আক্বীদাকে ধ্বংস করার জন্য এর আবিষ্কার করে। খ্রিস্টানেরা যেমন তাদের ধর্মের প্রকৃত বিশ্বাসকে লঙ্ঘন করে তিন ইলাহতে বিশ্বাস করে এবং ইয়াহুদীরা বিশ্বাস করে দুই ইলাহতে। মুসলিমদেরকে সেই পথের পথিক বানানোর কৌশল হিসাবে তারা এভাবে একসাথে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ লেখার প্রচলন করেছে। যার অর্থ দাঁড়ায় ‘আল্লাহই মুহাম্মাদ, মুহাম্মাদই আল্লাহ’, (নাউযুবিল্লাহ) যা স্পষ্ট শিরক। তাই এ ধরনের বাক্য লেখা সম্পূর্ণরূপে হারাম। কোন মসজিদে এই বাক্য লেখা থাকলে যরূরীভিত্তিতে তা অপসারণ করতে হবে। কিন্তু যদি তা অপসারণ করা নিয়ে দ্বন্দ্ব বেধে যায় এবং দায়িত্বশীল ব্যক্তিরা যদি তা অপসারণ না করে, তাহলে সকল পাপের দায় দায়িত্বশীলদের কাঁধে বর্তাবে। তবে উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে।

-মুস্তাকীম বিল্লাহ

বাগমারা, রাজশাহী।

Magazine