উত্তর: আশূরা উপলক্ষে করণীয় হলো, এদিন ও তার পূর্বে একদিনসহ মোট দুইদিন ছিয়াম পালন করা। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে সময় রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশূরার দিন ছিয়াম রেখেছেন; আর ছাহাবীগণকেও রাখার নির্দেশ দিয়েছেন। ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! এদিন তো ঐদিন, যেটি ইয়াহূদী ও খ্রিষ্টানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ! (আর যেহেতু ইয়াহূদী-খ্রিষ্টানদের আমরা বিরোধিতা করি, তাই আমরা ছিয়াম রেখে তো এ দিনের গুরুত্ব প্রদানের ব্যাপারে তাদের সহযোগিতা করছি)। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘যদি আমি আগামী বছর জীবিত থাকি, তাহলে অবশ্যই নয় তারিখেও ছিয়াম রাখব’ (ছহীহ মুসলিম, হা/১১৩৪)।
প্রশ্নকারী : সাদেকুর রহমান
ঢাকা।