উত্তর : মেয়ে যদি কোনো দায়িত্বশীলের মাধ্যমে ‘খোলা’ করে থাকে তাহলে স্বামী নতুন বিবাহের মাধ্যমে নতুন মোহর ধার্য করে তাকে ফিরিয়ে নিতে পারবে (ফিক্বহুস সুন্নাহ, ২/৩২৪; তাফসীরে ইবনে কাছীর ১/২৮৩-৮৪; ফাতাওয়া নাযীরিইয়্যাহ, ৩/৫৮)। কিন্তু যদি কোনো দায়িত্বশীলের মাধ্যমে ‘খোলা’ না হয়ে থাকে তাহলে তা খোলা বলে গণ্য হবে না। বরং সে উক্ত স্বামীরই স্ত্রী হিসাবে আছে। তাই তারা এমনিতেই স্বামী-স্ত্রী হিসাবে সংসার করতে পারবে। এতে শারঈ কোনো বাধা নেই।
প্রশ্নকারী : রাজিব হোসেন
শ্রীপুর, গাজীপুর।