কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : আমি মেয়ের অভিভাবকের সম্মতি না নিয়ে কোর্ট মেরেজ করেছি এবং সংসার করছি। কিছু আলেম বলছেন, বিবাহ হয়ে গেছে আর কিছু আলেম বলছেন, বিবাহ হয়নি। এখন মেয়ে আমার সাথে সংসার করবে না। প্রশ্ন হলো- এখন আমি যদি তাকে তালাক দিই তাহলে কি মোহরানা পরিশোধ করতে হবে? যদি বিবাহ না হয়ে থাকে তাহলে মোহরানা কেন পরিশোধ করবো?

উত্তর:মেয়ের অভিভাবকের অনুমতি ব্যতিরেকে কোর্ট ম্যারেজের মাধ্যমে যে বিবাহ চালু রয়েছে তা শরীআত সম্মত নয়। বরং মেয়ের অভিভাবকের অনুমতি ক্রমেই বিবাহ সম্পাদন করতে হবে। নতুবা বিবাহ বাতিল হিসেবে গণ্য হবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল (মুসনাদে আহমাদ, হা/২৪৪১৭; আবূ দাঊদ, হা/২০৮৩; তিরমিযী, হা/১১০২; মিশকাত, হা/৩১৩১)। উক্ত হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, মেয়ের অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ শরীআত সম্মত নয়। তাই এই বিবাহ হয়নি। এর মাঝে যে সম্পর্ক হয়েছে তা যেনা হিসেবে গণ্য। এর জন্য আল্লাহর নিকট তওবা করতে হবে। তবে, তার সাথে সহবাস করার কারণে মোহরানা আদায় করতে হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কোনো নারী তার ওলীর (অভিভাবকের) অনুমতি ছাড়া বিবাহ করবে; তার বিবাহ বাতিল (না-মঞ্জুর, পরিত্যক্ত), তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। যদি এরূপ বিবাহতে স্বামীর সাথে সহবাস হয়ে থাকে, তবে স্ত্রীর মোহর দিতে হবে তার (লজ্জাস্থান) উপভোগ করার জন্যে (তিরমিযী, হা/১১০২)। সেক্ষেত্রে প্রশ্নকারীর উচিৎ মেয়ের অভিভাবকের উপস্থিতিতে মোহরানা পরিশোধ করত শরীআ পদ্ধতিতে নতুন বিবাহ সম্পাদন করা এবং তারপরে ইসলামী নিয়ম অনুযায়ী তিন পবিত্র অবস্থায় তিন তালাকের মাধ্যমে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হওয়া।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

সাপদী,বাঘড়া বাজার, চাঁদপুর।

 

Magazine