কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : আমি একজন যেনাকারী অনেকবার যেনা করেছি। বর্তমানে আল্লাহর নিকট জবাবদিহীতার ভয় আমার অন্তরকে প্রকম্পিত করে। প্রশ্ন হলো- আমার ক্ষমা পাওয়ার উপায় কী? কী করলে আমি ক্ষমা পেতে পারি?

উত্তর : যেনা অত্যন্ত গর্হিত অপরাধ। তাই এই মর্মে ইসলামের চূড়ান্ত বিধান হচ্ছে, যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে একশ’ বেত্রাঘাত করতে হবে এবং পুরোপুরি এক বছর দেশান্তর করতে হবে (আন-নূর, ২; ছহীহ বুখারী, হা/১৬৯০)। আর যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে (ছহীহ বুখারী, হা/৬৮৭৮; ছহীহ মুসলিম, হা/১৬৭৬)। আর এই বিধান ক্বায়েম করবে ইসলামি রাষ্ট্রের শাসক। তবে উল্লেখিত ব্যক্তিকে এই অবস্থায় একনিষ্ঠ তওবা ও বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে (আল-ফুরক্বান, ২৫/৬৮-৭১)। আর আল্লাহ তা‘আলা চাইলে তার এই তওবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন (ছহীহ বুখারী, হা/৪৮৯৪)। মহান আল্লাহ বলেন, ‘আপনি বলুন, হে আমার বান্দাগণ! যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি অতি ক্ষমাশীল, অতি দয়ালু’ (আয-যুমার, ৩৯/৫৩)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

নিলফামারী।

Magazine