কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : হরিণ তো খাওয়া যায়, কিন্তু তা দিয়ে কুরবানী দেওয়া যাবে না কেন?

উত্তর: শরীআতে যে পশু দ্বারা কুরবানীর কথা উল্লেখ আছে সে পশু দ্বারাই কুরবানী করতে হবে অন্য কোনো হালাল পশু দ্বারা কুরবানী করলে কুরবানী হবে না। যেমন: হাস, মুরগি, কবুতর, হরিণ ইত্যাদি। কেননা এগুলো দ্বারা কুরবানী দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। মহান আল্লাহ বলেন, ‘প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানীর বিধি-বিধান নির্ধারণ করেছি, যাতে তারা যে গৃহপালিত জন্তু রিযিক্ব হিসেবে দান করেছি তা কুরবানী করার সময় আল্লাহর নাম উল্লেখ করে’ (আল-হ্জ্জ, ২২/৩৪)। এই আয়াতে ‘বাহিমাতুল আনআম’ দ্বারা চতুষ্পদ প্রাণি হতে উট, গরু ও ছাগল উদ্দেশ্য (ইবনু কাছীর, ৫/৩৬৬; ফাতহুল কাদীর, ৩/৫৩১)। আর হাদীছের মধ্যে ভেড়া, দুম্বার কথা উল্লেখ হয়েছে তাই এগুলো দ্বারাও কুরবানী করা যাবে (আবূ দাঊদ, হা/৩১৪১; ছহীহ বুখারী, হা/৫৬৪৪)। উল্লেখ্য, মহিষকে গরুর অন্তর্ভুক্ত হিসাবে গণ্য করা হয়েছে (আশ-শাবাকাতুল ইসলামিয়া, ১১/২০০৯৬)। সুতরাং এর বাহিরে কোনো প্রাণী দ্বারা কুরবানী করলে কুরবানী হবে না।

প্রশ্নকারী : মাযহারুল ইসলাম

নোয়াখালী।


Magazine