কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : হায়েয অবস্থাতে তাওয়াফ করা যাবে কি?

উত্তর: না, ঋতুবতী মহিলা অন্যান্য হাজ্জ পালনকারীদের সাথে হাজ্জের অন্যান্য কার্যাবলী করবে, কিন্তু সে ঋতু অবস্থাতে তাওয়াফ করতে পারবে না। আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে হজ্জের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা ‘সারিফ’ নামক স্থানে বা তার নিকটবর্তী কোন স্থানে পৌঁছলে আমি ঋতুবতী হই। এ সময় নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? আমি বললাম, আল্লাহ্‌র শপথ! এ বছর হজ্জ না করাই আমার জন্য পছন্দনীয়। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাতো আদম কন্যাদের জন্যে আল্লাহ নির্ধারণ করেছেন। তুমি পবিত্র হওয়া পর্যন্ত অন্যান্য হাজ্জ পালনকারীদের মত সমস্ত কাজ করে যাও, কেবল কা’বার তাওয়াফ করবে না (ছহীহ বুখারী, হা/৩০৫, ছহীহ মুসলিম, হা/১২১১)।

প্রশ্নকারী :  নাম প্রকাশে অনিচ্ছুক

রাজশাহী।


Magazine