কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): কখন হজ্জ ফরয হয়?

উত্তরনবম হিজরীর শেষে দিকে অথবা দশম হিজরীতে হজ্জ ফরয হয়। কেননা আল্লাহর বাণী, ‘আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ ঘরের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য’ (আলে ইমরান, ৩/৯৭) এই আয়াতটি নবম হিজরীর শেষের দিকে নাযিল হয়েছে (মাজমূ ফাতাওয়া ইবনু তায়মিয়্যাহ, ৭/৬০৬; ফাতহুল বারী, ৩/৩৭৮)।

প্রশ্নকারী : আব্দুল মাজীদ

নাটোর।


Magazine