কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): জনৈক ব্যক্তি হাদীছবিশ্বাস করেন এবং মানেন; কিন্তু তিনি আমল করতে দ্বিধা করেন। এক্ষেত্রে তার ইবাদত কতটা গ্রহণযোগ্য?

উত্তর: এক্ষেত্রে ব্যক্তি হাদীছ বিশ্বাস করেন কথাটিই ত্রুটিযুক্ত। যখন কোনো ব্যক্তি হাদীছ বিশ্বাস করবে, তখন আমল তার কাছে প্রিয় হয়ে যাবে। ‘ঈমান এরূপই হয়ে থাকে, যখন তা হৃদয়ের গভীরে পৌঁছে, তখন কেউ তার প্রতি অসন্তুষ্ট হয় না’ (ছহীহ বুখারী, হা/৭)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে নাযতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই (ছহীহ বুখারী, হা/১৫)। হাদীছ আল্লাহর পক্ষ থেকে আসা অহী (আন-নাজম, ৫৩/৩-৪)। যদি কেউ অহীতে বিশ্বাস না করে, তবে সে কাফের হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কি কিতাবের কিছু অংশকে বিশ্বাস করবে, আর কিছু অংশকে অবিশ্বাস করবে? যারা এমনটা করে, দুনিয়াতে তারা হবে লাঞ্ছিত আর কিয়ামতের দিন তাদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ উদাসীন নন’ (আল-বাকারা, ২/৮৫)।

প্রশ্নকারী : জোবায়ের আহমেদ

পিরিজপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ।

Magazine