কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): অনেক নারীর চেহারায় অবাঞ্ছিত পশম গজায়। ক্রিম কিংবা অন্য কোনো উপায়ে এগুলো পরিষ্কার করে ফেলা আল্লাহর সৃষ্টির পরিবর্তন বলে গণ্য হবে কি?

উত্তর: ভ্রু ও চোখের পাপড়ি ব্যতীত নারীর মুখের অন্যত্র গজানো পশম স্বাভাবিক সৌন্দর্য নয়। তাই ভ্রু তুলে চিকন করা হারাম। যার ব্যাপারে স্বয়ং আল্লাহ ও তার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ অভিশাপ করেছেন উল্কি অঙ্কনকারিনী ও উল্কি অঙ্কনের প্রার্থীকে, ভ্রু প্ল্যাক (চিকন) কারিনীকে আর সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত সরুকারিনীকে; যারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে’ (ছহীহ বুখারী, হা/৫৯৩১)। তবে নারীর মুখে অস্বাভাবিক পশম যেমন- গোঁফ, দাড়ি কিংবা নিমদাড়ি গজালে তা ক্ষতিকর নয় এমন যেকোনো উপায়ে দূর করতে পারে (শারহুন নববী, ১৪/১০৬)।

প্রশ্নকারী : নাজনীন

নলডাঙ্গা, নাটোর।


Magazine