কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : বর্তমানে যখন রামাযান মাস হচ্ছে, তখন ধান কাটার পূর্ণ মৌসুম। বিধায় অতিরিক্ত পরিশ্রমের কারণে ছিয়াম রাখা সম্ভব না হলে পরবর্তীতে তার ক্বাযা আদায় করা যাবে কি?

উত্তর : যেসব কারণে ছিয়াম ছেড়ে দেওয়া বা ক্বাযা করা যায় তা হচ্ছে, ১. সফর অবস্থায় মুসাফির ব্যক্তি ২. বিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কাযুক্ত ব্যক্তি ৩. ঐ গর্ভবতী বা স্তন্যদানকারিণী নারী যিনি ছিয়াম রাখলে সন্তান বা তার নিজ জীবনের ক্ষতির আশঙ্কা রয়েছে ৪. হায়েয ও নেফাস হয়েছে এমন নারী (আল-বাক্বারা, ২/১৮৫; ছহীহ মুসলিম, হা/৩৩৫; ইবনু মাজাহ, হা/১৬৬৭)। এই শ্রেণির ব্যক্তিরা ব্যতীত কারো জন্য ছিয়াম ছেড়ে দেওয়ার ব্যাপারে কুরআন-হাদীছ হতে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। তবে কোনো দুর্ঘটনাজনিত কারণে ক্ষুধায় মারা যাওয়ার আশঙ্কা থাকলে এমন পরিস্থিতিতে ছিয়াম ছেড়ে দিতে পারে (আল-মায়েদা, ৫/৩)।

রাফিউল ইসলাম

নিতপুর, নওগাঁ।

Magazine