কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭): বিবাহ পড়ানোর পর ইমামকে যে হাদিয়া দেওয়া হয় তা নেওয়া যাবে কি? মসজিদ কমিটির লোকজনও মসজিদ, গোরস্থান ইত্যাদির জন্য বরপক্ষের কাছে দান চায়, দিতে না চাইলে বা কম দিলে চাপ প্রয়োগ করে টাকা আদায় করে। এসব কি জায়েয?

উত্তর: এভাবে টাকা-পয়সা নেওয়া যাবে না। এটা বিবাহের কোনো অংশ নয়। সামাজিক প্রথার দোহাই দিয়ে চাপ প্রয়োগ করে বরপক্ষের থেকে এভাবে টাকা নেওয়া জায়েয নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لَا يَحِلُّ مَالُ امْرِئٍ ‌مُسْلِمٍ ‌إِلَّا ‌بِطِيبِ ‌نَفْسٍ مِنْهُ ‘কোনো মুসলিম ব্যক্তির মাল কারো জন্য নেওয়া হালাল নয়, তার মনের সন্তুষ্টি ব্যতীত’ (মুসনাদে আহমাদ, হা/২০৬৯৫; ইরওয়াউল গালীল, হা/১৪৫৯; ছহীহুল জামে‘, হা/৮৬৬২)। তবে বিবাহ পড়ানোর কারণে কোনো প্রকার চুক্তি ছাড়াই বরের পক্ষ থেকে খুশি হয়ে স্বেচ্ছায় ইমাম বা কাযীকে হাদিয়া দেওয়া হলে সেটা গ্রহণ করতে কোনো বাধা নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা পরস্পর হাদিয়া দাও, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে’ (বায়হাক্বী, সুনান কুবরা, হা/১১৯৪৬; আল-আদাবুল মুফরাদ, হা/৫৯৪)।

প্রশ্নকারী : আব্দুল মালেক বিন ইদ্রিস

চাঁপাই নবাবগঞ্জ সদর।


Magazine