কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : আমি ২০১৭ সালে স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে আমার স্ত্রীকে খোলা তালাক দেই। তালাকের আগেই আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম। বেশ কিছুদিন পর আমার দ্বিতীয় স্ত্রী শারিরিক অসুস্থতার কারণে সংসার ছেড়ে চলে যায়। পরবর্তীতে আমি প্রথম স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আলেমদের নিকট গেলে তারা বলেন, আগের স্ত্রীকে ফিরিয়ে নিতে হলে তাকে অন্যত্র বিবাহ দিতে হবে। আমার চাচি শাশুড়ি তার মেয়ের জামাইয়ের সাথে তার বিয়ে দেন এবং সে একদিন পর তাকে তালাক দিয়ে দেয়। তিন মাস পর আমি আবার তাকে নতুনভাবে মোহরানা দিয়ে বিয়ে করি। আমার জানার বিষয় হলো- কুরআন ও সুন্নাহর আলোকে আমার বর্তমান সংসার বৈধ না-কি অবৈধ?

উত্তর : আপনার বর্তমান স্ত্রী বৈধ। তবে আলেমদের উক্ত ফতওয়া উদ্ভট ও ভিত্তিহীন। কারণ আপনি আপনার খোলাকৃত প্রথম স্ত্রীকে নতুন বিবাহ ও মোহরের মাধ্যমে সরাসরি ফেরিয়ে নেওয়াই শরীয়ত সম্মত ছিল। কেননা খোলা কোনো তালাক নয়। বরং তা বিবাহ বিচ্ছেদ। আর আলেমদের ফতওয়া অনুযায়ী চাচী শাশুড়ীর মেয়ের জামাইয়ের সাথে একদিনের চুক্তি বিবাহ দেওয়া হারাম হয়েছে। কেননা পূর্বের স্বামীর জন্য বৈধ করার চুক্তি বিবাহ (হিল্লা) প্রথা ইসলামে ঘৃণিত ও অভিশপ্ত কাজ। উক্ববা ইবনু আমের রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি কি তোমাদের ভাড়াটে পাঁঠা সম্পর্কে জানাব না? সেই পাঁঠা হলো হিল্লাকারী। আর আল্লাহ হিল্লাকারী ও যার জন্য হিল্লা করা হয় উভয়কে অভিশাপ করেছেন’ (ইবনু মাজাহ, হা/১৯৩৬)।

প্রশ্নকারী : শাহ আলমগীর শরীফ

শেরপুর, ময়মনসিংহ।


Magazine